নতুন ফ্ল্যাটে উঠে উচ্ছ্বসিত পরীমণি

ঢাকাই শোবিজের শীর্ষ নায়িকা পরীমণি। চলচ্চিত্রে যেমন তিনি আলোচিত তেমনি তার ব্যক্তিজীবনও এখন আলোচনার শীর্ষে থাকছে। মাদক মামলায় ২৭ দিন কারাভোগ শেষে গত ১ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। ওই দিন বাসায় ফিরেই পরীমণি জানান তাকে বাসাটি ছাড়তে হবে। তার কারণে যেন অন্য বাসিন্দাদের সমস্যা না হয় এ জন্য তিনি বাসা পরিবর্তন করেছেন। সোমবার পরীমণি নিজেই এই তথ্য জানিয়েছেন।

সেসময় বাসা পরিবর্তনের বিষয়ে পরীমণি জানিয়েছিলেন, নিরাপত্তা সমস্যার কারণেই তিনি বাসা পরিবর্তন করবেন। বলেছিলেন, ‘চাই না আমার জন্য ভবনের অন্য বাসিন্দাদের সমস্যা হোক। কারণ তারা ক্যামেরা ইউজ টু না।’

পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন। পোস্ট করা সেই ছবিতে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায় তাকে। ঝুঁটিবাধা চুলে বেশ উচ্ছ্বসিতও দেখাচ্ছিল তাকে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পরীমণি  লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তি, ‘লাভ দ্যা লাইফ ইউ লিভ, লিভ দ্যা লাইফ ইউ লাভ।’

জামিনে মুক্তির পর তিনি ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফেরেন। এরই মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমার কাজও শুরু করবেন শিগগিরই। পাশাপাশি রাশীদ পলাশের ‘প্রীতিলতা’ ছবির বাকি কাজ খুব দ্রুত শুরু করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 12 =