নভেম্বরে মুক্তি পাচ্ছে  ‘বিলডাকিনী’

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিলডাকিনী’ সিনেমা। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, ‘‘বিলডাকিনী’ সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশন কাজ চলছে। আশা করছি এই বছরে নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই ভাবে আমাদের পরিকল্পনা এগোচ্ছে।

‘বিলডাকিনী’ সিনেমায় মূল পুরুষ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। সিনেমায় আরও কিছু চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুকসহ আরও অনেকে।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 14 =