নাঈমের বাইপাস সার্জারি সফল

চিত্রনায়ক নাঈমের বাইপাস সার্জারি রাজধানীর একটি হাসপাতালে শনিবার (০৬ নভেম্বর) রাতে সম্পন্ন হয়েছে। নাঈম ও তার স্ত্রী শাবনাজের যৌথভাবে পরিচালিত ফেসবুকে পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন। ’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =