নারী ক্রিকেটে নতুন ক্যাপ্টেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৬ সদস্যের নারা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও দুজনকে।আগামী শুক্রবার জিম্বাবুয়ের ফ্লাইট ধরবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে টাইগ্রেসরা।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে তিনটি খেলবে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ২১ নভেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপের বাছাইপর্ব। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ লড়বে পাকিস্তান, থাইল্যান্ড, আমেরিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিয়া ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল-কোবরা ও সানজিদা আক্তার মেঘলা। স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা ও সুরাইয়া আজমিন ছন্দা।

বার্তা২৪ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 5 =