নিজের বিয়ে নিয়ে কথা বললেন রাইমা

পর্দায় বেশ কয়েক বার সাত পাক ঘুরে ফেলেছেন। লাল বেনারসি, মাথায় মুকুট পরে মুখে চন্দন লাগিয়ে পানপাতায় মুখ ঢেকেছেন। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাইমা সেন? সম্প্রতি এক ফোটোশ্যুটে এই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন রাইমা। বললেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।”

নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল সুচিত্রা-নাতনি। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। উত্তর দেওয়ার আগেই খানিক উষ্মা প্রকাশ করলেন রাইমা, ‘‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাঁদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওঁদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’’

শ্যুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। ছবি তোলার ফাঁকেই গল্প জুড়ে দিলেন নিখিল-রাইমা। ডায়েট থেকে ডিম ভাজা, আলোচনা চলল সব কিছু নিয়েই। রাইমা মাংস খেতে ভালবাসেন। পুজোর চারটে দিন পাতে পাঁঠার মাংস তার চাই-ই চাই। কিন্তু নিখিল আবার সে ভাবে মাংস পছন্দ করেন না। দুই বন্ধুকে মেলাতে পারেনি মাংস-প্রীতি। তবে শরীরচর্চার প্রতি দু’জনের ভালবাসা দেখার মতো। কিন্তু পুজোর আমেজে একটু আধটু ডায়েট ফাঁকি না হলে চলে? তাই শ্যুট থেকে সামান্য বিরতি নিয়েই বিরিয়ানিতে মজলেন তারা। রাইমার প্রশ্রয়ে ডিম, আলু পৌঁছল নিখিলের পাতে। খাওয়ার সঙ্গেই চলল দেদার আড্ডা।

আনন্দবাজার

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =