পরীমনির  বেবি বাম্পের ছবি ভাইরাল

মা দিবসে (৮ এপ্রিল) পরীমনি বেবি বাম্পের দ্বিতীয় ছবি প্রকাশ করেন। এই ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে রেখেছেন করতলের স্পর্শ। মুখে স্বর্গীয় হাসি। চোখ দুটো বুজে আছেন গভীর আবেশে। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটি ক্যাপশনে পরীমনি ভক্তদের জানিয়েছেন, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। পরীমনির ফেসবুক পেইজে ছবিটিতে ১ লাখ ৬৪ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও পেইজে ছবিটি প্রচুর শেয়ার হয়েছে।

পরীমনি মা হচ্ছেন- এ কথা সবার জানা। এই নায়িকা গত ১০ জানুয়ারি নিজেই খবরটি দিয়েছেন। এরপর তিনি বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ঈদের ছুটি কাটাতে বর্তমানে কক্সবাজার রয়েছেন এই নায়িকা। তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও নানা শামসুল হক। কয়েকদিন আগে কক্সবাজার থেকে পরীমনি প্রকাশ করেছিলেন তার বেবি বাম্পের প্রথম ছবি।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + four =