পেলের প্রতি নেইমার-মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা

সাও পাওলো, ৩০ ডিসেম্বর ২০২২ (বাসস): ফুটবল কিংবদন্তী  প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় পেলের প্রতি শ্রদ্ধা জানান নেইমার-লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো-কিলিয়ান এমবাপ্পেসহ আরও অনেকে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যু হয় পেলের।

ইনস্টাগ্রামে ব্রাজিলের সুপারস্টার নেইমার লিখেছেন, ‘আগে পেলের ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন পেলে।

ফুটবল ও ব্রাজিলের মর্যাদার উন্নীত করেছেন পেলে, রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।’

কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনাল শেষে মেসিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন পেলে। তাই পেলের প্রতি শ্রদ্ধা জানাতে দেরি করেননি মেসি। পেলের সাথে নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তোস দো নাসিমেন্তো পরিবারের প্রতি। কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমিদের স্মৃতিতে সবসময় থাকবেন পেলে। শান্তিতে ঘুমান রাজা।’

সর্বোচ্চ গোল করে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া ফ্রান্সের এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না।’

ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম লিখেছেন, ‘ফুটবলের কিংবদন্তির বিদায়। আপনাকে মনে থাকবে সবসময়।’

পোল্যান্ডের রবার্ট লিওয়ানদোস্কি ফেসবুকে লিখেছেন, ‘স্বর্গ একটি নতুন নক্ষত্র পেল, আর ফুটবল দুনিয়া হারাল একজন নায়ককে।’

ইংলিশ খেলোয়াড় রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

ওয়ালসের গ্যারেথ বেল লিখেছেন, ‘তার কারণে আমরা অনেকেই ফুটবলকে ভালোবাসি। শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − six =