ফারজানা ও নাদিয়া কলকাতার সিনেমায়

দুই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া। তারা কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘সুনেত্রা সুন্দরম’। পরিচালনা করবেন শিব রাম শর্মা। গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

নাদিয়া জানান, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়েই সিনেমা গল্প।নাদিয়া বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। ‘সুনেত্রা সুন্দরম’-এর গল্প তেমনই। আশা করছি ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর কাজে অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছি।’

ফারজানা চুমকি সিনেমাটির পোস্টার ফেসবুকে শেয়ার দিয়েছেন। সেখান থেকে জানা গেল, রাস্তায়ঘাটে চলাফেরা করতে গিয়ে যথেষ্ট শৌচালয়ের অভাব অনুভব করা, যেগুলো আছে সেগুলোও সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কি না, শৌচালয় না ব্যবহার করার তাগিদে অধিকাংশ মেয়েরাই নানা রোগব্যাধিতে আক্রান্ত হন; এসব নিয়ে নানা চিত্র ফুটে উঠবে ছবিতে।

এতে আরও অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্রসহ অনেকে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + 14 =