ফিরলো ঝমকালো মেট গালা

ব্যক্তিক্রমী সাজপোশাকের জন্য প্রতি বছরই ফ্যাশনপ্রেমীদের নজরে থাকে মেট গালা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এ ফ্যাশন শোতে অংশ নেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

এ বছর মেট গালার আসরে ঝমকালো সাজ ও ব্যতিক্রমী পোশাকে হাজির হয়েছেন টেনিস তারকা নাওমি ওসাকা, অভিনেতা টিমোথি চ্যালামেট, রিয়েলিটি শোর তারকা কিম কার্দেশিয়ান, লেখক আমান্ডা গরম্যানসহ অনেকে। ছিলেন সম্প্রতি ইউএস ওপেন জেতা কিশোরী এমা রাদুকানুও। হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তার ঝমকালো সাদা গাউনে লাল রঙে লেখা ছিল ধনীদের কাছ থেকে কর নিন।

মেট গালার আসরে তারকারা, ডানে সাদাকালো পোশাকে রাদুকানু

মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইন্সটিটিউটের জন্য তহবিল সংগ্রহে আয়োজন করা হয় মেট গালার। এ বছর মেট গালার আসরে উপস্থাপনার দায়িত্বে আছেন বিলি আইলিশ, নাওমি ওসাকা, টিমোথি ও আমান্ডা গরম্যান।

বিডি প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =