ববির ‘ময়ূরাক্ষী’ ঈদের পরমুক্তি পাবে

চিত্রনায়িকা ববি হক অভিনীত ‘ময়ূরাক্ষী’ ঈদের পর মুক্তি পাবে। পরিচালক রাশিদ পলাশ জানান, আর কয়টা দিন অপেক্ষা করতে হবে। ববি অভিনীত এ ছবিটি ঈদের পর পর্দায় আসবে।

রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

তিনি জানান, ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।

‘পদ্মাপুরাণ’-খ্যাত নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে এতে ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও আছেন শিরিন শিলা, গোলাম রাব্বানীসহ অনেকে।

জানা যায়, সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − eighteen =