বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতাল বিশ্বের সেরা ভবন

বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতে নিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতাল। উপকূলের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্য সেবা দিতে নির্মিত ভবনটি স্থপতি ডেভিড চিপারফিল্ড নির্মিত বার্লিনের একটি গ্যালারি ও ডেনমার্কে উইলকিনসন আইরি নির্মিত ফুটব্রিজকে হারিয়ে এ পুরস্কার জিতে নেয়।

ফেন্ডশিপ হাসপাতালের তথ্য কর্মকর্তা জুনায়েদ সাকি জানান, ২৫ জানুয়ারি যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্ট (রিবা) ইমেইলের মাধ্যমে তাদের বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা মাথায় রেখে ন্যূনতম সম্পদ ব্যবহার করে এ হাসপাতাল নির্মিত হয়েছে। এজন্য ভবনের নকশা অন্য ভবনগুলোর তুলনায় ব্যতিক্রম। এজন্য বিশ্বে কম খরচে ব্যতিক্রমী নকশায় নির্মিত ভবন ও ভবনের স্থপতিকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

স্থাপনাটির চারপাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা খাল। গ্রীষ্মকালের গরম থেকে বাঁচতে ভবনের ভেতরের খালগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাসপাতালের ইনডোর ও আউটডোরের জন্য রয়েছে দুটি আলাদা জায়গা। ভবনটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রতিটি ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + thirteen =