বাবা হচ্ছেন নায়ক সিয়াম

বাবা হতে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে মোশ্যাল মিডিয়ায় এ খবর জানান সিয়াম।ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সিয়াম। তাতে দেখা যায়, স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর বেবি বাম্পে চুম্বনরত সিয়াম। ক্যাপশনে লিখেন, ‘ছোট্ট এই জীবনের বড় একটি স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।’

বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে সাত বছর প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম। এ দম্পতির এটি প্রথম সন্তান। তবে কবে নাগাদ নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে তা অবশ্য জানা যায়নি।

গত শুক্রবার মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে সিয়ামের আরেক সিনেমা ‘শান’।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 2 =