‘বিগ বি’-কে চার ঘণ্টা অপেক্ষা করালেন কপিল

‘লেট লতিফ’ হিসেবে তিনি বিখ্যাত। অপেক্ষা করাতে তার নাকি জুড়ি মেলা ভার। স্বয়ং অমিতাভ বচ্চনকে বসিয়ে রাখতেও দু’বার ভাবেন না! তিনি কপিল শর্মা। যার কথায় বলিউডের সিংহভাগ তারকা হেসে লুটোপুটি যান।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এ বার অমিতাভের অতিথি কপিল। সঙ্গে সোনু সুদ। অনুষ্ঠানে এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন কৌতুকাভিনেতা।

গান শেষ হতেই খানিক রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দিলেন অমিতাভ। বললেন, “আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটের সময় এসে হাজির হয়েছেন।” অমিতাভের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি কপিল।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 16 =