বিনোদ রায়ের সুর-সংগীতে শুভমিতা

এবার বিনোদ রায়ের সুরে গাইলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। ভারতের প্রথিতযশা শিল্পী উষা উত্থুপের রেকর্ডিং স্টুডিও ‘ভাইব্রেশন’-এ কণ্ঠ দেন শুভমিতা। ‘রয়েছো কত দূরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মইনুল হক মইন। শিগগিরই ইউটিউব চ্যানেল সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট গানটি প্রকাশ করা হবে।

বিনোদ রায় বলেন, ‘শুভমিতা ব্যানার্জি আমার খুব প্রিয় একজন শিল্পী। বলা যায় তার গায়কীর ভক্ত আমি। সেই তিনি আমার সুর-সংগীতায়োজনে গেয়েছেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আশাকরি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

এছাড়া বিনোদ রায়ের তত্ত্বাবধানে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় গিয়ে গান দুটির রেকর্ডিং করেন বিনোদ। নচিকেতার গাওয়া গানটির কথা ও সুর করেছেন মাসুদ অরুণ। সংগীতায়োজনে শেখ পুলক। এই গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও ওয়ার্ল্ডে।

সুরকার-সংগীত পরিচালক হিসেবে অনেক দিন ধরে কাজ করছেন বিনোদ রায়। দেশের অনেক জনপ্রিয় শিল্পীই গেয়েছেন তার সুরে।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + seventeen =