বিপাশাও কবির শুটিংয়ে ফিরছেন

অভি মঈনুদ্দীন: অন্য অনেকের মতোই কারোনার কারণে শুটিং বিরতিতে ছিলেন চিত্রনায়িকা বিপাশা কবির। অনেকেই এরমধ্যে সিনেমার শুটিংয়ে ফিরলেও বিপাশার ফেরা হয়ে উঠছিল না। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিপাশা কবির কালাম কায়সারের পরিচালনায় ‘যার নয়নে যারে লাগে ভালো’ সিনেমার শুটিং-এ অংশগ্রহণের মধ্যদিয়ে কাজে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বিপাশা কবির। বিপাশা কবির বলেন,‘ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর আমি কাজে ফিরবো। এই সিনেমার গল্পের অন্যতম প্রধান চরিত্রে আমি অভিনয় করছি। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কালাম কায়সার ভাই একজন অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক। তার নির্দেশনায় কাজ করাটাও আমার কাছে ভীষণ ভালোলাগার। আমি এখন গল্প এবং চরিত্রের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি।’

অভিনয়ের দুনিয়ায় বিপাশা কবিরের যাত্রা শুরু লাক্স চ্যানেল আই প্লাটফরমের মাধ্যমে। এরইমধ্যে তিনি আরো শেষ করেছেন আকাশ আচার্য্য’র ‘পরাণে পরাণ বান্ধিয়া’, রেজা হাসমতের ‘জেদী মেয়ে’ ও বাপ্পী খানের ‘সোলমেট’ সিনেমার কাজ। অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাতেও তিনি কাজ করছেন। বর্তমানে চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন,‘ আমি চলচ্চিত্রেই কাজ করতে চাই নিয়মিত। কিন্তু এখন আগের চেয়ে তুলনায় সিনেমা খুব কম নির্মিত হচ্ছে। আমার কাছে কাজের প্রস্তাব আসলে গল্প এবং চরিত্র ভালোলাগলে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি। ’

বিপাশা কবির জানান তিনি ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজেও ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান। কারণ এখন বেশ ভালো বাজেটে ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এদিকে বিপাশা কবির জানান পরিবার থেকে তার বিয়ের বিষয়েও কথা বার্তা চলছে। যদি মনেরমতো পাত্র পাওয়া যায় তবে যেকোন সময়ই বিয়ে করে ফেলতে পারেন বিপাশা কবির।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + four =