বৃহস্পতিবার ঈদ, দেশের আকাশে চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ৩০ রোজা পালন শেষে পরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে।মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে আয়োজিত চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন জেলাতে জেলার দায়িত্বপ্রাপ্তরা চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করে, তারা কোথাও চাঁদ দেখতে পাননি। এছাড়া, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনও চাঁদ দেখতে পায়নি।

সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। বাংলাদেশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − eight =