ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি-নেইমার-এমবাপ্পে

ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ৩০ জনের সেই তালিকায় আছেন পিএসজির তিন মহাতারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

করোনা মহামারির কারণে গত বছর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়নি। এক বছর বিরতির পর আবারো ফুটবলের মর্যাদার এই পুরস্কার দিতে যাচ্ছে ফ্রান্স ফুটবল।

পিএসজির ‘এমএনএম’ ত্রয়ী ছাড়াও প্রকাশিত তালিকায় আরও আছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো, ইতালির জর্জিনিয়ো ও পোলান্ডের রবের্ত লেভানদোভস্কির মতো তারকারা।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া ),  এনগোলো কঁতে (চেলসি/ফ্রান্স, ম্যাসন মাউন্ট (চেলসি/ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস/ইতালি), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/নরওয়ে), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), জিয়নলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ইতালি), নিকোলো বারেল্লা (ইন্টার মিলান/ইতালি), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস/ইতালি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), নেইমার (পিএসজি/ব্রাজিল), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান/আর্জেন্টিনা), সিমোন কেয়া (এসি মিলান/ডেনমার্ক), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনখ/পোল্যান্ড), জর্জিনিয়ো (চেলসি/ইতালি), সেসার আসপিলিকুয়েতা (চেলসি/স্পেন), মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর), রোমেলু লুকাকু (চেলসি/বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), জেরার্দ মোরেনো (ভিয়ারিয়াল/স্পেন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লুইস সুয়ারেস (আতলেতিকো মাদ্রিদ/উরুগুয়ে)

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =