মোবাইল ফোন রিস্টার্ট করলে যেসব সুবিধা পাবেন

নিয়মিত ফোন রিস্টার্ট করলে নানা ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যদিও মোবাইল ফোন খুব কমই রিস্টার্ট করা হয়। সমস্যা না হলে কেউ করেন না। কিন্তু নিয়মিত রিস্টার্ট করলে বেশ কিছু উপকার পাওয়া যায়। নানা কারণে ফোন রিস্টার্ট করার প্রয়োজন পড়ে। ফোন হ্যাং করে গেলে বা অ্যাপ ঠিকমতো কাজ না করলে। তবে ফোনের জন্য এই সামান্য রিস্টার্টেরও বেশ কিছু উপকার আছে।

ফোনের নেটওয়ার্ক নিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়। এর ফলে ফোনে কথা বলতে যেমন সমস্যা হয়, তেমনি ইন্টারনেটে কাজ করতে অসুবিধা হয়। এই দুই সমস্যার সমাধান করতে পারে রিস্টার্ট। ফোন রিস্টার্ট করলে নতুন করে পুরো ব্যবস্থাটি চালু হয়। ফলে নেটওয়ার্ক পাওয়া আরও সহজ হয়।

মেমোরি ফুল হয়ে গেলে ফোন কাজ করতে চায় না ঠিকমতো। এর স্পিড স্লো হয়ে যায়। অথবা ঘন ঘন হ্যাং করে যায়। নিয়মিত রিস্টার্ট করলে এই সমস্যার থেকে মুক্তি মেলে। মেমোরি ক্লিন আপ করে দেয় রিস্টার্ট প্রক্রিয়াটি।

ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ মাঝে মাঝেই ফোন স্লো করে দেয়। এই ধরনের অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে কাজ করলে তো কথাই নেই। ব্যাকগ্রাউন্ড অ্যাপের কারণে ফোনের সমস্যাকে দূর করে রিস্টার্টিং।

ফোন দ্রুত হিট হয়ে যাওয়ার সমস্যা অনেকের ফোনেই হয়। গরমের সময় এ সমস্যা আরও বাড়ে। এর থেকে বাঁচতে হলে রিস্টার্টের অভ্যাস রাখা ভালো। ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই নিয়ে অনেকের অভিযোগ থাকে। কিন্তু সেই অভিযোগ অনেকটা কমে যদি ফোন নিয়মিত রিস্টার্ট করা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + fifteen =