ম্যাট্রিক্স রেজারেকশনের ট্রেলারে প্রিয়াংকা

ম্যাট্রিক্স রেজারেকশনের ট্রেলারে চশমা চোখে ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডার ল্যান্ড’ বই হাতে দেখা যায় বলিউড তারকা প্রিয়াংকাকে। চলচ্চিত্রটিতে নিজের ভূমিকা নিয়ে সোশাল মিডিয়ায় লিখেছেন, “এই সিনেমার বিশাল পুকুরে আমি ছোট্ট একটি মাছের মতো।”

বহুল আলোচিত ও জনপ্রিয় ম্যাট্রিক্স সিরিজের কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পেরে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন বলিউড থেকে হলিউডে পা রাখা সাবেক এই বিশ্বসুন্দরী।

আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ের পর হলিউডে ব্যস্ত থাকা প্রিয়াংকা ‘ট্রেক্স ফর ইউ্’ ও ‘সিটাডেল’ এর শুটিংয়ে রয়েছেন।

ম্যাট্রিক্স সিরিজের নতুন সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে সম্প্রতি। কিয়ানু রিভসের এই চলচ্চিত্রে আছেন প্রিয়াংকা চোপড়াও। দুদিন আগেই এই সাইফাই থ্রিলারের ট্রেইলার প্রকাশ হয়, আর চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ২২ ডিসেম্বর।

লানা হুইচভস্কি নির্মিত ম্যাট্রিক্স রেজারেকশনে নিও চরিত্রে বরাবরের মতোই থাকছেন কিয়ানু রিভস, ট্রিনিটি চরিত্রে ক্যারি-অ্যান মস।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 3 =