রসায়নে নোবেল পেলেন ২ জন

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদের পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক-ইনিস্টিটিউট ফার কোহলেনফোরশাংয়ের এবং ম্যাকমিলান  যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। পুরস্কারের ৮০ লাখ ক্রোনার (সুইডিশ মুদ্রা) তাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘অণু নির্মাণ একটি কঠিন শিল্প। বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলানকে আণবিক নির্মাণের একটি সুনির্দিষ্ট নতুন সরঞ্জাম : অর্গানোক্যাটালাইসিস তৈরির জন্য ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটি ওষুধ গবেষণায় একটি বড় প্রভাব ফেলেছে এবং রসায়নকে আরও সবুজ করেছে।’

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 16 =