রেকর্ড ভাঙ্গলেন  আইরিশ ব্যাটার হান্টার

আয়ারল্যান্ডের স্কুলবালিকা অ্যামি হান্টার সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিজের ১৬তম জন্মদিনে খেলেছেন ১২১ রানের ইনিংস। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এখন তার।

সোমবার নিশ্চিতভাবেই পৃথিবীর অন্যতম সুখী মানুষ ছিলেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ডানহাতি ব্যাটার অ্যামি হান্টার। একে তো ছিলো নিজের জন্মদিন, তার ওপর মাঠে নেমে গড়েছেন বিশ্ব রেকর্ড। অথচ এখনও কি না স্কুলের গন্ডিই পার করেননি ১৬ বছর বয়সী এ আইরিশ তারকা।

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি আইরিশ নারী দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন হান্টার। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন কারেন ইয়ং। সেটিকে দুইয়ে নামিয়ে দিলেন হান্টার।

গত ৫ অক্টোবর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিলো হান্টারের। প্রথম তিন ওয়ানডেতে তার স্কোর ছিলো যথাক্রমে ২, ১ ও ৪। সেই তিনিই কিনা অভিষেকের সপ্তম দিনের মাথায় চতুর্থ ম্যাচে নেমে খেলেছেন ১২৭ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস। যেখানে ছিলো ৮টি চারের মার।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের দখলে। তিনি ২০০১ সালে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে করেছিলেন টেস্ট সেঞ্চুরি। ওয়ানডেতে ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন শহিদ আফ্রিদি। তবে তিন বছর পর আফ্রিদির রেকর্ড ভেঙে ১৬ বলে ২০৫ দিন বয়সে ওয়ানডে সেঞ্চুরি করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিথালি রাজ।

জাগো নিউজ

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − seventeen =