রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই এম্পলির কাছে হেরে গেলে জুভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই পরাজিত হল সিরি এ লিগের জায়ান্ট ক্লাব জুভেনটাস। শনিবার অনুষ্ঠিত সিরি এ লিগে তারা শীর্ষ লিগে উন্নীত হওয়া এম্পলির কাছে হেরে গেছে ১-০ গোলে। সিরো ইমোবিলের হ্যাট্রিকে ল্যাৎসিও ৬-১ গোলে স্পেজিয়াকে ধরাশায়ী করার পর একটি জয়ের দিকেই তাকিয়ে ছিল ‘ওল্ড লেডি’রা।

তুসকান প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই ছিল তুরিন জায়ান্টরা। কিন্তু ইতালীয় শীর্ষ লিগে লিওনার্দো ম্যানকুসোর প্রথমার্ধের অভিষেক গোলেই ওলট পালট হয়ে যায় সব জল্পনা কল্পনা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে বিব্রতকর এই হার ক্ষুব্ধ করেছে জুভ সমর্থকদের। তারা এখন ইন্টার মিলানের কাছ থেকে প্রিয় দল শিরোপা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটি নিয়েই শংকিত। কারণ গত সপ্তাহে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জুভেন্টাস।

সুপার স্টার রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে চান বলে জানানোর পর কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আগেরদিন শুক্রবার স্বভাব সুলভ কাঁধ ঝাকিয়ে বলেছিলেন,‘ জীবন আপন গতিতে চলবে।’

পরাজয়ের পরও তিনি পাঁচ বারের ব্যালন ডি’অরের প্রস্থানকে উপেক্ষা করার চেস্টা করেছেন। তিনি বলেন,‘ জুভেন্টাসে মাত্র তিন বছর কাটিয়েছে ক্রিস্টিয়ানো। আমি তাকে পেয়েছি মাত্র এক বছর। সে গোল করতো। ওই কাজে সে বেশ পারদর্শী ছিল। সে অসাধারণ একজন খেলোয়াড় ছিল। তবে এই মুহুর্তে আমরা আর তাকে নিয়ে ভাবতে চাই না।’

৩৬ বছর বয়সি রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচে সম্মুখ ভাগে গোল বক্সের সামনে খুবই খারপ সময় কাটিয়েছে জুভেন্টাস। অথচ ক্লাবটির হয়ে সিরি এ লিগে গত মৌসুমেও সর্বাধিক গোল করেছেন এই পুর্তগীজ তারকা। ইতালিতে তিন বছরে রোনালদো শতাধিক গোল করতে সক্ষম হয়েছেন।

এই সময় স্বাগতিক সমর্থকরা শিস দিয়ে তিরস্কার করেছে জুভেন্টাসকে। লীগের প্রথম দুই ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৩তম স্থানে রয়েছে তুরিন জায়ান্টরা।

ম্যাচের ২১ তম মিনিটে ম্যানকুসোর গোলে পিছিয়ে পড়ার আগে সেরা একটি সুযোগ পেয়েছিল জুভেন্টাস। এই সময় ফেডেরিকো চিয়েসার দুই দফা প্রচেস্টা রুখে দেন গাগলিয়লমো ভিকারিও।

খেলা শেষে জয়ের নায়ক ম্যানকুসো বলেন,‘ শিশুকাল থেকেই আপনি নিশ্চিয় এমন কিছু একটা করার স্বপ্ন দেখ আসছেন। আর আজ সেটি সত্য হল। এটি বিশ্বাস করতে অবশ্যই আপনার কিছুটা সময় লাগবে।’

এদিকে রোমে অনুষ্ঠিত আরেক ম্যাচে মরিজিও সারির যোগ্যতা প্রদর্শনের জন্য ল্যাৎসিও যে খেলাটি উপহার দিতে চেয়েছিল সেটিই হ্যাটট্রিকের মাধ্যমে বাস্তবায়িত করলেন ইমোবিল। চতুর্থ মিনিটে ডানিয়াল ভার্দের হেডের গোলে পিছিয়ে পড়ার  পরের মিনিটে গোলটি পরিশোধ করে দেন ইমোবিল। এর ১০ মিনিট পর ফের গোল করে ল্যাৎসিওকে এগিয়ে দেন তিনি। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে লক্ষ্য ভেদ করেন তিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে গোল করে নিজের হ্যাট্রিক পুর্ন করেন ৩১ বছর বয়সি ইমোবিল। যদিও এর আগমুহুর্তে পেনাল্টি তেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

বিরতির পর ৪৭ মিনিটে এন্ডারসন, ৭০ মিনিটে হিসাজ ও ৮৫ মিনিটে লুইস আলবার্তোর লক্ষ্যভেদে ৬-১ গোলের বড় ব্যবধানে স্পেজিয়াকে পরাজিত করে ল্যাৎসিও।

শনিবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে ফিওরেন্টিনা ২-১ গোলে তুরিনোকে পরাজিত করেছে। এছাড়া গোলশুন্য ড্র হয় আটালান্টা ও বোলনিয়ার মধ্যকার ম্যাচটি।

সূত্র: বাসস/এএফপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =