শর্টফিল্ম-নাটক নিয়ে ‘হাউজফুল’ এর ঈদ আয়োজন

ঈদ উপলক্ষ্যে নতুন ইউটিউব চ্যানেল হাউজফুল দর্শকদের বিনোদন দিতে হাজির। হাউজফুল থেকে প্রচার হবে বিকাশ নিবেদিত ৫ শর্টফিল্ম ও ও দুটি নাটক।

৫টি শর্টফিল্ম নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্না। এগুলোর নাম ‌‘আড্ডা’, ‘প্রাঙ্ক’, ‘লেখক’, ‘দ্যা লাস্ট হোপ’ এবং ‘এঙ্গেজমেন্ট’।  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজলসহ অনেক তারকাশিল্পী।

থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ঝিলমিল’ নামের নাটক। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘সিরিয়াস কোনো ব্যাপার না’ নামের নাটকটি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও লাক্স তারকা টয়া।

‘হাউজফুল’র কর্ণধার সাজু মুনতাসির বলেন, আমরা আনন্দিত যে ঈদের বিনোদন আয়োজনে শামিল হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার নির্মাতা ও প্রতিটি কাজের শিল্পী-কলাকুশলীদের।

তিনি আরও বলেন, নানা শ্রেণি ও বয়সের দর্শকের টেস্টের প্রতি গুরুত্ব দিয়ে কিছু কাজ আমরা তৈরি করেছি। আমার বিশ্বাস মাবরুর রশিদ বান্না পরিচালিত চল্লিশ মিনিটে পাঁচটি শর্টফিল্ম ও রিংকু এবং হিমির নাটক দুটি সবার ভালো লাগবে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + eight =