সত্যিকারের বিরাটকে সবাই চেনে না: আনুষ্কা

বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা ঠিক চার বছর আগে ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তাকে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী আনুষ্কা। যদিও তার মন্তব্য বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

কোহলিকে ওয়ানডে নেতৃত্ব থেকে অপসারণ নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। কোনও সাংবাদিক বৈঠক না করে কেবলমাত্র প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আচমকাই জানিয়ে দেওয়া হয়, এবার থেকে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।টিম ইন্ডিয়ার অন্যতম সফল ওয়ানডে নেতাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে কৃতজ্ঞতাটুকুও জানায়নি বিসিসিআই। আর তাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের উপর খাপ্পা ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় প্রাক্তন কোচ মদন লাল থেকে পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া-সহ অনেকেই কোহলির পাশে দাঁড়িয়েছেন। ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেনসি এভাবে কোহলির থেকে ‘ছিনিয়ে’ নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

এরই মধ্যে এদিন বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেন, “এই ভ্রান্ত আর মন গড়া ধারণার দুনিয়ায় বাঁচতে হলে ভীষণ সাহস দরকার। সেটা তোমার আছে। সবসময় আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। একটা বিয়ের বন্ধন তখনই সফল হয় যখন দু’জনই পরস্পরের কাছে সুরক্ষিত। আর তুমি সেই সবচেয়ে সুরক্ষিত মানুষ যাকে আমি চিনি। সত্যিকারের বিরাটকে সবাই চেনে না। যারা চিনেছে, তারা ভাগ্যবান। এভাবেই যেন একে অপরকে সঙ্গে নিয়ে বাঁচি।”

বিরাটও লম্বা পোস্ট করে অনুষ্কাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। লিখেছেন, “আমায় সবদিক থেকে পূর্ণতা দিয়েছে তোমার ভালবাসা।” মাঠের পরিবেশে হাজারো উত্তেজনা থাকলেও দাম্পত্য জীবনে কিন্তু তার আঁচ পড়তে দেননি বিরুষ্কা।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 19 =