সাফ অনূর্ধ্ব ১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব ১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার নেপালের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল। এর আগে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ের ফলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত হয়েছে লাল-সবুজের মেয়েদের।

ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও ভারত সমতায় ফিরেছিল দ্বিতীয়ার্ধে। ম্যাচের নবম মিনিটে আলপি আক্তারের গোলে লিড নেয় বাংলাদেশ। আর ৮৯ মিনিটে কর্নার থেকে গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করেন অর্পিতা বিশ্বাস।

শুক্রবার লিগপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে দুর্বল ভুটানের বিপক্ষে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 14 =