সেন্সর ছাড়পত্র পেল অনুদানের সিনেমা ‘গলুই’

সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘গলুই’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান ও পূজা চেরী। এছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরী। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক জানান, মঙ্গলবার সিনেমাটি দেখে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা; বুধবার সিনেমার প্রযোজককে সেন্সর সনদ দেওয়া হবে।

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি; শিগগিরই ঘোষণা করা হবে। পরিচালক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”

জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে ‍যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব; পরিচালক অলিক যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিব খানের ডাবিং সম্পন্ন করে সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন। ১৪ নভেম্বর নিউ ইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে ঢাকা ছেড়েছিলেন শাকিব। পরে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেন তিনি। এখনও তিনি যুক্তরাষ্ট্রেই আছেন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − 4 =