সেমিফাইনালের আগে দুই রাত আইসিইউতে ছিলেন রিজওয়ান

 

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নেয় পাকিস্তান। তবে সেমিফাইনালের আগে দুই রাত আইসিইউতে ছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল শেষে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনই তথ্য দেয়া হয়েছে।

পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সুমরো বলেন, ‘৯ নভেম্বর ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দেয় রিজওয়ানের। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এবং দুই রাত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি। তবে অবিশ্বাস্যভাবে সেরে উঠে ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন রিজওয়ান।’

তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) আমরা তার নিবেদন এবং দৃঢ়তা দেখেছি। পাকিস্তানের জন্য খেলতে তার স্পিরিট আমরা দেখেছি এবং আজ তিনি কেমন পারফর্ম করেছেন, সেটা সবাই দেখেছে।’

রিজওয়ানের অসুস্থতা নিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘যখন আমি রিজওয়ানকে দেখেছিলাম, সে কিছুটা হতাশ ছিলো। কিন্তু যখন আমি তার শারীরিক অবস্থা সর্ম্পকে জানতে চাইলাম, তখন রিজওয়ান বললো- আমি সেমিফাইনাল খেলবো। অবশ্যই সে দল অন্তপ্রাণ।  আজ অসাধারণ এক ইনিংস খেলেছে। আজ  কার পরফরমেন্সেআমি খুশি।’

আইসিইউতে থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ৬৭ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজওয়ান। কিন্তু তারপরও ফাইনালে উঠতে পারলো না পাকিস্তান।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + nine =