হাসান আরিফ আবারও লাইফ সাপোর্টে

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে।ফুসফুস সংক্রমিত হওয়ায় তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।বর্তমানে হাসান আরিফ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২৮ ডিসেম্বর মধ্যরাতে নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘চার দিন আগে হঠাৎ হাসান আরিফের ডানদিকের ফুসফুস বাঁদিকের মতোই অকার্যকর হয়ে পড়েছে। তাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে।’জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন হাসান আরিফ। করোনা উপসর্গ থাকায় ২ ডিসেম্বর হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করান। এদিনই ফল পজিটিভ আসায় তাকে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয়েছিল লাইফ সাপোর্টও।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − two =