১০ বছর পর রুমানা সিনেমা মুক্তি পাচ্ছে

১০ বছর পর পর্দায় মুক্তি পাচ্ছে রুমানার চলচ্চিত্র। এক দশক আগে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার শুটিং করেন রুমানা। অবশেষে মুক্তির মুখ দেখছে এটি। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে এটি। যেখানে তার সহশিল্পী ডিপজল।

সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে ছবিটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি বার্তা দিতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

ৎদেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ।

মডেল ও টিভি নাটকে একসময় নিয়মিত মুখ ছিলেন রুমানা খান। কাজ করেছেন সিনেমাতেও। এরপর সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তারপর অভিনয় থেকে দূরে। ভক্তরা অপেক্ষায় আছেন হয়তো দ্রুতই দেশে ফিরবেন তিনি।

জানা যায়, রোমানা বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বসবাস করছেন। ২০১৫ সালে তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + 9 =