ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল লাইন-আপ

তুরস্ক বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে চলমান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শেষ ষোলর লড়াই গতকাল মঙ্গলবার  হয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের জমাট লড়াই। এদিকে মঙ্গলবার প্রথম রাউন্ড শেষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনলের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।

ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে লাইন-আপ :

৫ জুলাই   : স্পেন বনাম জার্মানী, স্টুটগার্ট

: পর্তুগাল বনাম ফ্রান্স, হামবুর্গ

৬ জুলাই   : ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, ডাসেলডর্ফ

: নেদারল্যান্ডস বনাম তুরষ্ক, বার্লিন

 

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইন-আপ

৪ জুলাই    : আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, হিউস্টন, টেক্সাস

৫ জুলাই    : ভেনেজুয়েলা বনাম কানাডা, আর্লিংটন, টেক্সাস

৬ জুলাই   : কলম্বিয়ান বনাম পানামা, গ্লেনডেল, আরিজোনা

: ব্রাজিল বনাম উরুগুয়ে, লাস ভেগাস, নেভাডা

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 16 =