করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু মাত্র ১ জনের

গত ২৪ দিনে ঘণ্টায় মাত্র ১ জন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাকে নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৮৯১। ঢাকা বিভাগের ঢাকা জেলায়ই কেবল একজনের মৃত্যু হয়েছে। আর কোথাও এদিন কোনো কোভিড রোগী মারা যায়নি।

গত ২ নভেম্বর দুজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল, শনিবার তা আরও কমে একজনের নেমে এল। এর আগে গত বছরের ৫ মে ১ জন মারা গিয়েছিল।

শুক্রবার মৃত্যু হয়েছিল ৩ জনের, ১৯৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।

গত এক দিনে সংক্রমণ ধরা পড়েছে ১৫৪ জনের মধ্যে। তাদের নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ এ দাঁড়িয়েছে।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ১ দশমিক ১৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ছিল ১ দশমিক ১২ শতাংশ ছিল।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 9 =