কাজী নজরুলের ‘হে নামাজি’ গানে নতুন সংগীতায়োজন

কাজী নজরুল ইসলামের লেখা জনপ্রিয় ইসলামি সংগীত ‘হে নামাজি’। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দিন আহমেদ। এরপর অনেক শিল্পীই কণ্ঠে তুলেছেন হে নামাজি। এবার টাইম জোন লিভিং রুম সেশনে নতুন করে গানটি নিয়ে এলেন পাভেল আরিন। গেয়েছেন জাহিদ নিরব। বৃহস্পতিবার লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

প্রকাশের পর থেকেই গানটি প্রশংসা কুড়াচ্ছে সংগীতসংশ্লিষ্টদের থেকে শুরু করে সাধারণ মানুষের। নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের গান আমার অনেক পছন্দের। তাঁর এত গানের মধ্যে থেকে একটি গান নির্বাচন করা অনেক কঠিন ছিল। স্রষ্টার কাছে নতিস্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই গানটি বাছাই করেছি। সংগীতের মানুষ হিসেবে গানকেই আমি বেছে নিয়েছি স্রষ্টা ও ধর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে। আমার কাছে মনে হয়েছে এ গানের কথাগুলো ধর্মের প্রতি আমার অনুভূতিকেই প্রকাশ করছে। এ কারণেই গানটি বাছাই করা।’

জাহিদ নিরব প্রসঙ্গে পাভেল বলেন, ‘গানটির জন্য আমি চাইছিলাম ক্ল্যাসিকাল জানা কেউ গানটি করুক। কারণ গানের মূল সুরটা যেন নষ্ট না হয়। জাহিদ ছোটবেলা থেকেই ক্ল্যাসিকাল শেখা একজন শিল্পী, তা ছাড়া, মিউজিক নিয়ে ওর অনেক জানাশোনা। সংগীতায়োজনেও অনেক সাবধানী ছিলাম। চেয়েছি যত কম বাজানো যায়, আবার গ্রামারটা যেন ঠিক থাকে। ইমপ্রোভাইজেশন করেছি, নতুন করে সংগীত আয়োজন করেছি, তবে মূল গানটাকে ঠিক রেখেই এসব করা হয়েছে।’

গত ভালোবাসা দিবসে কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় টাইম জোন লিভিং রুম সেশনের প্রথম সিজন। এরপর প্রকাশ পায় কাজল দেওয়ানের কণ্ঠে সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধুরে’। পাভেল আরিন জানান, প্রথম সিজনে  ৮ শিল্পীর ৯টি গান আসবে। যার মধ্যে ৮টি গান নতুন করে সংগীতায়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 2 =