নগর পরিবহন চালু হলো ঘাটারচর-কাঁচপুর রুটে

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুটরেশনালাইজেশনের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হলো নগর পরিবহনের সবুজ রঙের বাস। ঘাটারচর থেকে মোহাম্মদপুর – মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত এ বাস চলাচল করবে।

আজ রোববার  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা নগর পরিবহনের এ বাস রুট পাইলটিং এর  উদ্বোধন করেন।

তিনি দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত  হয়ে উদ্বোধন ঘোষণা করেন।

মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আমাদের যে উন্নয়ন, তার সুফল জনগণ পাবে না। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × three =