পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২২ (বাসস): ফুটবলের রাজা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছে ব্রাজিল  সরকার।

বৃহস্পতিবার দিবাগত রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কালো মানিক’ ব্রাজিলের পেলে।

দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা  দেওয়া হয়েছে।

কিংবদন্তির প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

রোববার দায়িত্ব ছাড়ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। তার উত্তরসূরি নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা টুইটারে বার্তা দিয়ে পেলেকে নিয়ে লিখেছেন, ‘তার মতো খুব কম সংখ্যক লোকই আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two − 2 =