বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ ও  কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। আলোচনা পর্বে শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক। আয়োজন সফল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ এমপি।

সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘সাংস্কৃতিক কর্মকান্ডের  মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মানুষে মানুষে সাংস্কৃতিক সম্পর্ক  এবং কোরিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব নিশ্চয় আরো ভালো হবে। পরে কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপস্থাপনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × two =