বিটিভিতে তারকাদের ঈদ আড্ডা

চলচ্চিত্র, সংগীত ও নাটকের শিল্পীদের নিয়ে ঈদ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে এই ঈদ আড্ডা।

ঈদের দিন সন্ধ্যায় আড্ডা দেবেন চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা, রোজিনা, অভিনেতা ওমর সানী ও ডিপজল। হাসান রিয়াদের প্রযোজনা ও রমিজ রাজুর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন আড্ডা দেবেন দুই নাট্য দম্পতি রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি এবং দীপা খন্দকার-শাহেদ আলী। ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় থাকছে সংগীত তারকাদের আড্ডা।

জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় ও প্রাপন্তি চক্রবর্তীর উপস্থাপনায় আড্ডা দেবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, অণিমা রায় ও সানিয়া সুলতানা লিজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 3 =