শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোডের (বিসিবি) পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে।তৃতীয় ওয়ানডের জন্য দলে ফেরানো হয়েছে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম পেয়েছেন প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী নিউ জিল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × three =