সাধারণভাবেই চলতে পছন্দ করেন অনন্যা পান্ডে

তারকাসন্তান হলেও অনন্যা পান্ডে আর দশজনের মতো নন। তারকাসুলভ গাম্ভীর্য একেবারেই নেই তাঁর। সাধারণভাবেই চলতে পছন্দ করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে অনন্যা জানিয়েছেন, বাড়িতে তিনি যেভাবে থাকেন, আপনজনদের সঙ্গে গল্প করেন; মিডিয়ার সামনেও একই রকম থাকেন। অনন্যা বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেকেই ভয় দেখিয়েছিল। বুঝিয়েছিল, মিডিয়ার সামনে তারকাসুলভ ব্যবহার করতে হবে। তবে, আমি শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি বাস্তবে যে রকম, দর্শকদের সামনেও তেমন থাকব। কারণ, নকলের চেয়ে আসলের গ্রহণযোগ্যতা সব সময়ই বেশি।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা। ‘পতি পত্নী অর ও’, ‘খালি পিলি’, ‘গেহরাইয়া’, ‘লাইগার’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘ড্রিম গার্ল টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ডিজনি পিক্সারের অ্যানিমেশন সিনেমা ‘ইনসাইড আউট টু’র হিন্দি ভার্সনে রিলি চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনন্যা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

ইনসাইড আউট টু’ সিনেমার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে অনন্যা বলেন, ‘দর্শক আমাকে গ্রহণ করবে কি না—এমন ভয় সব সময়ই ছিল। তবে আমি সেটা মাথায় নিইনি। একজন আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমি বাস্তবে যেমন, মিডিয়ার ক্যামেরার সামনে সব সময় তেমনই থাকতে। কারণ, ফেক আচরণ করে যদি ১০০ জনের ভালোবাসাও পাই, সেটার চেয়ে অনেক ভালো হবে, যদি আমি দীর্ঘ মেয়াদে পাঁচজন ভক্তও পাই। আর সেটার জন্য দরকার, আমি যে রকম, সেভাবেই নিজেকে উপস্থাপন করা। আমি সব সময় সে চেষ্টাই করি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − eight =