সোহমের সঙ্গে পরীর টালিউড-যাত্রা শুরু

কয়েক দিন আগেই চিত্রনায়িকা পরীমণি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত। সপ্তাহ না ঘুরতেই ওপার বাংলার সিনেমার বিস্তারিত সামনে আনলেন পরীমণি। গতকাল গণমাধ্যমে জানালেন সিনেমা, পরিচালক ও সহশিল্পীর নাম।

‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে টালিউড-যাত্রা শুরু করছেন ঢাকাই সিনেমার পরীমণি। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পাচ্ছেন সোহম চক্রবর্তীকে। বানাবেন দেবরাজ সিনহা।

থ্রিলার ঘরানার এ সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে পরীমণি জানান, গত বছর আনন্দবাজার পত্রিকার সেরা বাংলাদেশি অভিনেত্রীর পুরস্কার নেওয়ার সময় টালিউডে অভিনয়ের ইচ্ছার কথা জানানোর পর থেকে প্রস্তাব আসা শুরু করে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় ফেলুবকশি সিনেমাকে বেছে নিয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতার গণমাধ্যমে টালিউড সিনেমা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন পরী। বলেছিলেন, টালিউডের কমার্শিয়াল কিংবা অফট্র্যাক—সব ধরনের কাজ ভালো লাগে তাঁর। পাশাপাশি সেখানকার অভিনয়শিল্পীদের বড় ফ্যান তিনি। ফেলুবকশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী সপ্তাহেই কলকাতায় যাবেন পরী। পাঁচ দিনের একটা গ্রুমিং ক্লাস করেই দাঁড়াবেন ক্যামেরার সামনে।

‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে গত অক্টোবরে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন পরীমণি। সরকারি অনুদানের সিনেমাটি বানাচ্ছেন রেজা ঘটক। এতে পরীমণির বিপরীতে আছেন সাইমন সাদিক। গত ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটিতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ‘বুকিং’। এতে পরীমণির সঙ্গে দেখা গেছে এ বি এম সুমনকে। এ ছাড়া অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে পরীর।

এদিকে, সোহম চক্রবর্তী এখন শুটিং করছেন পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ সিনেমার। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। এতে আরও আছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। শাস্ত্রী সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন সোহম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 3 =