প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার ( ১০ আগস্ট) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এতথ্য নিশ্চিত করেছেন। ড. আসিফ নজরুল বলেন, কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এবং আমি আশা করবো কয়েক ঘণ্টার মধ্যে এর প্রক্রিয়া শেষ হবে। তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র প্রধান বিচারপতিরই পদত্যাগপত্র পেয়েছি। অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন। দেশের সম্পদ নষ্ট করবে না।

এর আগে, পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমি উনাকে (আইন উপদেষ্টা) জানিয়েছি নীতিগতভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আশা করি।

প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, বিচার বিভাগকে বাঁচানোর জন্য, কারণ সুপ্রিম কোর্ট আক্রমণ করার ঘোষণা দিয়েছে। সহকর্মী বিচারপতিরা আছেন তাদের আক্রমণ করার কথা এসেছে। ইতোমধ্যে প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ করে সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের (বিচারপতিদের) বাসা-ঘর আক্রান্ত হতে পারে, কিছু জজ কোর্ট বাইরে আক্রমণ হয়েছে। এসব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে আজ দুপুর পৌনে ১২টা থেকে রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েক শ আন্দোলনকারী অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + nineteen =