‘কাল্কি’ সিনেমার আয় চারদিনে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে

মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে প্রভাসের ‘কাল্কি ২৮৯৮ এডি’। চার দিনেই আয় হয়েছে ৫০০ কোটি রুপি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘কাল্কি ২৮৯৮ এডি’ রবিবার ছুটির দিনে দেশে ৮৫ কোটি রুপির ব্যবসা করেছে। দক্ষিণী ভাষা তো বটেই এমনকী ‘কাল্কি’র হিন্দি বলয়ের আয়ও কম নয়! মুক্তির মাত্র চারদিনেই হিন্দি ভার্সন থেকে মোট ১১০.৫ কোটি রুপির ব্যবসা করেছে।

তবে দক্ষিণী বেল্ট থেকে ‘কাল্কি’র আয় সবচেয়ে বেশি। বিশেষ করে তেলুগু সিনেবাজারে মোট ১৬২.১ কোটি রুপি ব্যবসা করার খবর মিলেছে এখন পর্যন্ত। তামিল ভার্সন থেকে আয় ১৮.৩ কোটি। এদিকে মালয়ালম ভার্সনে ৯.৭ কোটি আর কন্নড় ভার্সনের কালেকশন ১.৮ কোটি টাকা।

এদিকে ৬০০ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির আগেই তুলে নিয়েছিল ৪০০ কোটি। নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’-তে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে অমিতাভকে। খল চরিত্রে আছেন কমল হাসান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + eleven =