ফার্গুসনের বিশ্ব রেকর্ডে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো নিউ জিল্যান্ড

পেসার লুকি ফার্গুসনের অবিশ্বাস্য বোলিংয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ করলো নিউ জিল্যান্ড। গতরাতে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। বল হাতে ৪ ওভারে ৪ মেডেনে শূন্য রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফার্গুসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৪ ওভার বল করে কোন রান না দেওয়া প্রথম বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন ফার্গুসন। এক্ষেত্রে ২৪টি ডট বল দিয়েছেন ফার্গুসন। তাতে গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট বল দেওয়া বাংলাদেশের তানজিম হাসান সাকিবের বিশ্ব রেকর্ডটি ভেঙে গেল।

বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভারে কোন রান দেওয়ার কীর্তি গড়লেন ফার্গুসন। এর আগে ২০২১ সালে পানাামার বিপক্ষে ৪ ওভারে কোন রান দেননি কানাডার বাঁ-হাতি স্পিনার সাদ বিন জাফর। ঐ ম্যাচে ৪ ওভারে ৪ মেডেনে ২ উইকেট নিয়েছিলেন সাদ।

ওয়েস্ট ইন্ডিজের মাঠ ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ৭৮ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে চার্লস আমিনি ১৭ ও নরমান ভানুয়া ১৪ রান করেন। ফার্গুসন ছাড়াও নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

জবাবে ১২ দশমিক ২ ওভারে জয় নিশ্চিত করে  নিউ জিল্যান্ড। ডেভন কনওয়ে ৩৫ ও ড্যারিল মিচেল অপরাজিত ১৯ রান করেন।

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপ শেষ হলো নিউ জিল্যান্ডের। ৪ ম্যাচ খেলে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপেও জয়হীন থাকলো পাপুয়া নিউ গিনি। ২০২১ সালে নিজেদের প্রথম বিশ্বকাপেও ৩ ম্যাচ খেলে কোন জয় পায়নি তারা।

বাসস 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =