আকিলের ঘূর্ণিতে রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের

বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের -সি গ্রুপের ম্যাচে উগান্ডাকে ১৩৪ রানে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড জয়ের নজির গড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় ক্যারিবীয়ানদের। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। আকিল ১১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। খবর বাসস

পাপুয়া নিউগিনির পর উগান্ডাকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিলো উগান্ডা।

গায়ানায় নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪১ রানের সূচনার পর মিডল অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে বড় সংগ্রহের পথ পায় ক্যারিবীয়রা। ওপেনার জনসন চালর্স ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।

মিডল অর্ডারে নিকোলাস পুরান ২২, অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৩, শেরফান রাদারফোর্ড ২২ রান করেন। শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রাসেল ৬টি চারে ১৭ বলে অপরাজিত ৩০ রান করেন। উগান্ডার ব্রায়ান মাসাবা ২টি উইকেট নেন।

১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে আকিলের ঘূর্ণি সামলাতে না পেরে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয় উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোন দলের এটি যৌথভাবে সর্বনিম্ন রান। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।

উগান্ডার পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছেন। জুমা মিয়াজি অপরাজিত ১৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন রবিনসন ওবুয়া।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আকিল ৪ ওভারে ১১ রানে ৫ উইকেট নেন। ৫২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং ফিগারের নয়া রেকর্ড গড়েন আকিল। বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের তালিকায় ষষ্ঠস্থানে নাম লেখান তিনি। এছাড়া আলজারি জোসেফ ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৭৩/৫, ২০ ওভার (চার্লস ৪৪, রাসেল ৩০, মাসাবা ২/৩১)।

উগান্ডা : ৩৯/১০, ১২ ওভার (মিয়াজি ১৩*, ওবুয়া ৬, আকিল ৫/১১)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে জয়ী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × three =