‘আরও এক পৃথিবী’ র শুটিং শেষ করলেন ফারিণ

পশ্চিমবঙ্গের  নির্মাতা অতনু ঘোষের ছবিতে কাজ করলেন এবার তাসনিয়া ফারিণ। টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে চলেছে ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং। সম্প্রতি ঢাকায় পৌঁছেছেন ফারিণ। আরও এক পৃথিবী সিনেমায় ফারিণের চরিত্রের নাম ‘প্রতীক্ষা’।

দেশে ফিরে অভিনেত্রী জানান, লন্ডনেই পুরো ছবির কাজ হয়েছে। শুটিং শেষে কয়েক দিন বেড়িয়েছি। কৌশিক গাঙ্গুলীর মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী। ২০ দিনের বেশি সময় শুটিং করেছেন লন্ডনে ফারিণ।

গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর ব্যাপকভাবে আলোচিত হন। সিরিজটি প্রচারিত হওয়ায় দেশের বাইরেও তার পরিচিতি তৈরি হয়। এরপরই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =