সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মোট ৩২ জন কূটনীতিক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় উপস্থিত হন। বার্তা২৪.কম
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে তারা জানাজাস্থলে আগমন করেন। জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে কূটনীতিকরা মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আনুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কূটনীতিকদের উপস্থিতিকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ প্রোটোকল অনুসরণ করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জানাজায় অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন—
১. নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফ্রান্সিসকাস জেরার্ডাস ভ্যান বোমেল
২. লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোত্তালিব এস. এম. সুলাইমান
৩. অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল
৪. রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা
৫. ফিলিপাইনের রাষ্ট্রদূত মহামান্য নিনা পাদিলা কেইঙ্গল
৬. সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি
৭. ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম. হামাদ
৮. ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার
৯. দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক
১০. ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক
১১. মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ অং কিয়াও মো
১২. চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
১৩. সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেঙ্গলি
১৪. ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো আন্তোনিও
১৫. কানাডার হাইকমিশনার অজিত সিং
১৬. জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি
১৭. সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস
১৮. স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লারা দে লা পেনা ফার্নান্দেজ
১৯. ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো
২০. নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রানসেন
২১. ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফের্নান্দো দিয়াস ফেরেস
২২. মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম
২৩. ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি
২৪. আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি
২৫. ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান
২৬. থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদিউপ
২৭. কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি এম. এস. আল-কাহতানি
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন
২৯. ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার
৩০. মহাসচিব, বিমসটেক ইন্দ্র মনি পান্ডে
৩১. মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ফারিদ আবু হাসান
৩২. সিমোন লসন পারচম ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) প্রতিনিধিরা।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।