দুই দিনে ক্লোজেট ল্যান্ডের তিন প্রদর্শনী

গত বছরের শেষ দিকে মঞ্চে এসেছিল অপেরা নাটকের দলের ১৫তম প্রযোজনা ‘ক্লোজেট ল্যান্ড’। ইতিমধ্যে পাঁচটি প্রদর্শনী হয়েছে নাটকটির। আগামী ৩ ও ৪ মে রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তিনটি প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদলটি। নাট্যকার রাধা ভরদ্বাজের আলোচিত ইংরেজি নাটক ক্লোজেট ল্যান্ড-এর বাংলা অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির। অভিনয়েও রয়েছেন তাঁরা দুজন।
মাত্র দুই চরিত্রের নাটকটিতে উঠে এসেছে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। নাটকের গল্পে এক শিশুসাহিত্যিক মুখোমুখি হন একজন নাম না-জানা জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তার। এই কর্মকর্তা ও বন্দী সাহিত্যিকের কথোপকথন যত গভীরে যেতে থাকে, ততই উন্মোচিত হতে থাকে অনেক অজানা বিষয়।
নির্দেশক বলেন, ‘অনেক দিন থেকেই অদ্ভুত এক নীরবতার সময় পার করছি আমরা। যেন সবাই ভয়ে নিশ্চুপ হয়ে আছি। ভয় অজানার, ভয় নতুনের, ভয় অপমানের, ভয় সুবিধা হারানোর। রাধা ভরদ্বাজ ক্লোজেট ল্যান্ড নাটকের চরিত্রকে এমনই এক ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ভয়ের বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন। নিজের আত্মপ্রহরতাকে প্রশ্ন করার জন্য এই নাটকটি যথোপযুক্ত।’
মহিলা সমিতিতে ৩ মে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় এবং ৪ মে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে ক্লোজেট ল্যান্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − nine =