ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দর ডুবে গেছে

ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বন্যার ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে আছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-হ্যান্ডেলে জানিয়েছে, বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এ কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ২৫ মিনিটের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ।

বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত এ ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেখানে। প্রবল বর্ষণে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + nine =