রাজশাহীতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিশ্ববিদ্যালয়টির চলচ্চিত্র সংসদের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমা উৎসবটি চলছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে। মঙ্গলবার বিকাল ৪টায় উৎসব উদ্বোধন করা হয়। যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজনটি উদ্বোধন করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও ছিলেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল।

চলচ্চিত্র উৎসবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক ও জাতির পিতার ওপর নির্মিত ছবি প্রদর্শিত হবে। আজ প্রদর্শনী হয়েছে প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘তোমারই হোক জয়’ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা ‘গেরিলা’। ২২ ডিসেম্বর প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমাল্লার’, রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’। ২৩ ডিসেম্বর প্রদর্শিত হবে মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া: দ্য লস্ট মাদার’, ফুয়াদ চৌধুরী পরিচালিত একাত্তরের গণহত্যা নিয়ে  প্রামাণ্যচিত্র ‘মার্সিলেস মাইহেম’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘এ ম্যান অব পিস’।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − four =