প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বাংলাদেশ-ভারত টি২০ সিরিজ

সালেক সুফী

অবসরে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। বিশ্রাম দেওয়া হয়েছে শুবমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে। বাংলাদেশ দলেও নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম।

দুই দলের অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া টি২০ স্কোয়াড। তবে ভারত স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় আইপিএল খেলে অভিজ্ঞ এজন্য শক্তির ভারসাম্য ভারতের অনুকূলে বললে অত্যুক্তি হবে না। তবুও যখন ফর্মাটটি টি২০ তখন প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে।

বাংলাদেশ স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে পারভেজ ইমন, রাকিবুল হাসানদের মতো তরুণ প্রতিভা। ভয় ডরহীন ক্রিকেট খেলে চমক দিতেও পারে বাংলাদেশ। স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম শাকিব পেস আক্রমণকে সমৃদ্ধ করবে।

বেশ কিছু দিন উপেক্ষিত রাখার পর দলে ফেরানো হয়েছে বর্তমানে চৌকষ ভূমিকায় উজ্জ্বল মেহেদী মিরাজকে।রিশাদ হোসেন, রাকিবুল হাসান স্পিন আক্রমণে বৈচিত্র্য দেখাবে। অবশ্য দেখতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের বোলারদের কিভাবে সামাল দেয়।

তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক মূল ভরসা। ভারতকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে হলে নিয়মিত ১৭০-১৮০ রান করতে হবে। সেই ক্ষেত্রে টপ অর্ডারে স্থায়িত্ব এবং মিডল অর্ডারে সক্রিয়তা প্রয়োজন। লেট্ অর্ডারে জাকির অনিক এবং রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

ভারত দলে কিন্তু অনেক টি২০ বিশেষজ্ঞ আছে। প্রথম একাদশের বেশ কয়েকজন অবসর এবং বিশ্রামে থাকায় মনে হয় না দলের ভারসাম্যে খুব একটা হের ফের হয়েছে। অভিষেক শর্মা, সানজু স্যামসাং, শিবাম ডুবে, রিংকু সিংহ, রায়ান পরাগরা সুযোগ দুহাতে লুফে নিয়ে নিজেদের প্রমান করতে চেষ্টা করবে।

সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ম্যাচ উইনার রয়েছে দলে। মায়াঙ্ক যাদবের মতো দ্রুতগতির বোলারকে নেওয়া হয়েছে বাংলাদেশকে ভড়কে দেওয়ার জন্য। ওয়াশিংটন সুন্দর, রভি বিষ্ণুই, ভারুন চক্রবর্তী স্পিন আক্রমণ সামাল দিবে। ভারতের স্কোয়াডকে আদৌ দুর্বল ভাবার কোনো কারণ দেখি না। আমি একটি তুখোড় প্রদিদ্বন্দ্বিতাপূর্ণ টি২০ সিরিজ উপভোগ করার অপেক্ষায়  আছি।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, তানজিম হাসান, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।

ভারত স্কোয়াড: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রভি বিষ্ণুই, ভারুন চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 10 =