বিমান দুর্ঘটনায় নিহত মেনডোকা

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেরিলিয়া মেনডোকা। মাত্র ২৬ বছর বয়সে তার এভাবে বিদায় নেওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমী অনেকে। সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে, মেনডোকাকে বহনকারী বিমানটি মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় মেনডোকার পাশাপাশি তার চাচা, গানের প্রযোজক এবং দুই ক্রু নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মেরিলিয়া মেনডোকা গানের ভুবনে পা রেখেছিলেন কিশোরী বয়সে। ২০১৬ সালেই তিনি জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন। এরপর ২০১৯ সালে বড় বড় সব পুরস্কার জয় করে নেওয়ার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীর অভিজ্ঞতার ওপর ফোকাস করে দারুণ সাড়া ফেলেছিলেন। করোনা মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যাদের, তার মধ্যে মেনডোকা অন্যতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 10 =